100% Pure Honey Manufacturer In Bangladesh

Committed to Delivering the Finest Pure Honey in Bangladesh.

Honey Bangladesh’s “Madhukosh” brand honey is 100% pure and authentic. It is the only honey officially certified by the Madaripur District Administration in Bangladesh. Processed using modern machinery, our honey retains its natural qualities, including its rich taste, aromatic flavor, and all the characteristics of pure, high-quality honey. Additionally, it has received certifications from BSTI, BSCIC, and Trademark authorities, ensuring its superior quality and authenticity.

About Us

Welcome to Honey Bangladesh, where nature’s sweetness meets unparalleled purity. As a proud Bangladeshi brand, we are dedicated to delivering 100% pure honey, harvested from the finest apiaries and blossoms across the country, including the lush Sundarbans.

Our Mission

At Honey Bangladesh, our mission is simple: to provide our customers with premium-quality, chemical-free honey that embodies the best of nature. We believe in promoting health and well-being through natural products while supporting sustainable beekeeping practices that preserve biodiversity.

হানি বাংলাদেশ এর শুরুর কথাঃ

আমার মরহুম পিতা আঃ লতিফ সরদার বিগত ১৯৩০ সালে গগনপুরে, মাদারীপুরে মধুর ব্যবাসা শুরু করেন। কিছুদিন পরে তার এই মধু অত্র অঞ্চল সহ পার্শবর্তী কয়েকটি জেলায় ব্যাপক আলোরন সৃষ্টি করে। আমার মরহুম পিতার হাত ধরেই আমি বিগত ১৯৯৩ সাল থেকে এই মধুর উপর বিভিন্ন প্রশিক্ষন নিয়ে মধু ব্যাবসায় অন্তরভুক্ত হই। বর্তমান সময়ের মধুর সর্বোচ্চ গুনগতমান ও শতভাগ খাঁটি মধু বাজারজাত করার উদ্দেশ্যে ২০০৩ সাল থেকে মৌমাছি চাষ প্রকল্প শুরু করি যা এখনো অব্যাহত আছে। বর্তমানে আমার এ মৌ খামারের পাশাপাশি প্রায় ২৫০ টির ও বেশী মৌ বক্স আমার তত্তাবধানে পরিচালিত হয়ে আসছে। বিগত ২০১০ সালে জাতীয় মৌচাষী সম্মেলনে জাতীয় প্রেসক্লাবে তৎকালীন মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব ফারুক খানের নিকট থেকে জাতীয় সর্বোচ্চ পাইকারী শ্রেষ্ঠ মধু বিক্রেতা সম্মাননা পুরষ্কার লাভ করি। চ্যানেল আই এ ” হৃদয় মাটি ও মানুষ” অনুষ্ঠানে জনাব শাইখ সিরাজ সাহেব আমার দেওয়া মধু বিষয়ের ঊপর একটি সাক্ষাৎকার একাধিকবার প্রচার করেন যা এখনো অব্যাহত। এছাড়াও হানি বাংলাদেশ মধু বিষয়ের উপর বাংলাদেশের দৈনিক প্রথম আলো, দৈনিক বিশ্ব মানচিত্র সহ বেশ কিছু দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সহিত খবর প্রকাশিত হয়েছে। উক্ত সুনামের ধারাবাহিকতায় ২০২০ সালে হানি বাংলাদেশ মধু চাষ প্রকল্পটি সম্মানীত মাদারীপুর জেলারর জেলা প্রশাসক মহোদয়ের নজরে আসে। গত ০৭/০২/২০২১ ইং তারিখে মাদারীপুর জেলা প্রশাসক মহোদয় ড. রহিমা খাতুন মাদারীপুর এ মৌচাষ প্রকল পরিদর্শন করে “মধুকোষ” ব্র্যান্ডিং নামের একটি মোড়ক উন্মোচন করেন। উক্ত “মধুকোষ” ব্র্যান্ডিং এর মোড়ক উন্মোচন করার সময় মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক জনাব খায়রুল ইসলাম সুমন, বিসিক এর সহকারী মহাব্যাবস্থাপক জনাব মোঃ ইউসুফ আলী মোল্লা, কৃষি উপ-পরিচালক জনাব ড. মোয়াজ্জেম হোসেন, দুধখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান ( হিরু খান) এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Solverwp- WordPress Theme and Plugin

Scroll to Top